অনিন্দিতা ভৌমিক-র কবিতা
শ্রমণ, পিঙ্গলবর্ণ অক্ষর ও শূন্যতা
মনেরও ঋতু আছে ভদ্র
আছে চন্দন ক্ষুধা প্রেম ও ক্লান্তি
অথচ শূন্যতায় ভেসে ওঠে ছত্রভঙ্গ রেখা
অনন্ত শূন্যতা
যেখানে ডুব দেয় সমস্ত নশ্বর
বিমূর্ত আত্মা বা ঘোর কৃষ্ণবর্ণ এক শরীর
প্রাচীন বটের মতো অনাবৃত, নির্জন
তাকে ছুঁতে চেয়েছি
আঙুল দিয়ে ঠোঁট দিয়ে নরম ওম শাশ্বত আলোক দিয়ে
দৃষ্টি চলে না, তবুও
তাকে প্রত্যক্ষ করি বাতমৃগীর ছন্দে
নিশীথ পুষ্পের মতো
দেখি
কীভাবে অন্ধকার নেমে আসে চেতনায় চুম্বনে
***
সামান্য ক্ষমার মতো আমি কী ভুলে যাব
এই ভোরের বাতাস?
বৃদ্ধ শিমূলের গোড়ায় ঢেকে আছে শোক
তোমার আরোগ্যহীন নীল রক্ত
নীল অন্ধকার
নিজেকে অসুখ ভেবে সরিয়ে রাখি বাহুল্যের আড়ালে
যেখানে তাম্রাভ সবুজ, নতুন কদলীপত্রের সবুজ
গাঢ় কৃষ্ণাভ সবুজ – থরে বিথরে
অরণ্যের তরুসম্ভার দলিত মথিত করে
বেগবান বারিগর্ভ হাওয়া
তারপর বৃষ্টি – শুধুই বৃষ্টি
বর্ষা এসে যাচ্ছে তোমার প্রাচীন শহরে
হে ভদ্র
বর্ষা এসে যাচ্ছে প্রিয় কদম্বের বনে
Posted in: August 2020, POETRY