শাহ্ নাজ পারভীন-র কবিতা

ভিন্ন চোখে দেখা

আরো কিছু মৃত্যু ঢেলে দাও গ্লাসে
ছলকে পড়ুক জীবন
টলমল অগোছালো পায়ে হাঁটছে মাতালটা
বলছে, কতদূর বৃন্দাবন !

তবে পকেটের খুচরো গুলোর ঝনঝনানি বড় বিরক্তিকর !
ফুটপাতে ছড়িয়ে দিতেই হুমড়ি খেয়ে পড়লো
একদল নেশাগ্রস্ত কিশোর
এ দৃশ্য উপভোগ্য নয়, কষ্টের– বড় বেদনার !
মাতালটা দ্রুত অতিক্রম করতে চাইছে পথটা
বিড়বিড় করে বলছে, হে পৃথিবী– আর কত নত হবে
এই মুদ্রার কাছে! আর কত নত হবে মানবতা?
প্রতিদিন জীবনের নামে মৃত্যু কিনছে ওরা
ভালো করে তাকিয়ে দেখো ওদের চিনতে পারবে
সাতচল্লিশ বায়ান্ন আর একাত্তরের মুখগুলো
ওদেরই অবয়বে সাঁটা ।
মাতালটকে এবার বড় চঞ্চল মনে হলো
চোয়াল শক্ত, পেশি টানটান রক্ত চক্ষু
দুহাত উপরে তুলে চিৎকার করে বলে উঠলো–
আর কতদিন !
এভাবে পৃথিবীর জঞ্জাল হয়ে বেঁচে থাকবি তোরা?
এবার উঠে দাঁড়া আগামী,
ধুলোমাখা হাতে কলার চেপে ধরে বল্ –
কাজ দে শালার রাষ্ট্র
নেশার বিষ নয়, গরম ভাত খেতে চাই আমরা।

ফসিল

চলো তুমি আমি আজ পৃথিবীর পথে
হাঁটি,
হেঁটে হেঁটে পৃথিবীর প্রান্তসীমানা ছুঁয়ে
চলে যাবো দ্রাঘিমারেখার খুব
কাছাকাছি।
কোন গিরিখাদ প্রান্তরে মুখোমুখি হবে
আমাদের শতাব্দীর আয়োজন,
আমাদের পায়ের চিহ্নে লেগে থাক,
আদিম পথের ধুলোর গন্ধমাখা বিস্মৃত
সময়ের নাম।
জানি প্রজন্মের প্রজাপতিরা
আমাদের ফসিল তন্নতন্ন করে খুঁজে
প্রমাণ করবে–
বিস্ময়ভরা অনাবিষ্কৃত সহস্রাব্দের
ইতিহাসেও ছিল
ভালোবাসার চিহ্ন বহমান!

Facebook Comments

Leave a Reply