সঞ্চারী গোস্বামী-র কবিতা
সেইসব জীবনের দাম
১
যেমন মাথার খেলা খেলা গেলে
আয়ু বাড়ে, মৃত্যু ধীরে আসে
তেমন মাথার খেলা
এ জীবনে শেখাই হল না।
আমার জীবন শুধু কেটে গেছে পাল তুলে রেখে
যখন যেমন ডাক
মুহূর্তের আগে চলে যাওয়া।
কেবল সেসব খেলা এ জীবনে শেখাই হলনা।
২
শ্রমে-ঘামে আমি শুধু জীবন মেপেছি
সেটুকু জরুরি ছিল–
শ্রম ঘাম ভাত রুটি পোষাক আর ঘর
এসবের থেকে দূরে, বহুদূর বিলাসযাপন
দূরবীনে দেখা যেত;
কখনোই ছুঁয়ে দেখে বিলাস মাপিনি।
কী করে মেলানো হল আমার জরুরি
সেই জরুরির সাথে!
কী করে বোঝানো হল
অর্জন মানে পেয়ে যাওয়া!
Facebook Comments