পৌলমী গুহ-র কবিতা
জুলাই আসার কবিতাগুলি
এক
আমি ঠিক আছি কোনোওখানে।
বকুল ঝরেনি, পাতারা ব্যস্ত।
স্তব্ধ বেদনার মতো শিশির জেগে থাকে,
অফুরন্ত বিবমিষা ক্লেদ হয়ে ঝরে।
ফিরে যাওয়া কঠিনের চেয়ে সহজ নয়।
রাতের দ্বিপ্রহরে ঘুমন্ত ভ্রূণে আলোড়ন,
জন্মাবার খেদ মৃত্যু হয়ে পূরণ করবো
আমি কথা দিয়েছিলাম।
সহস্র অতীতের হাতযশ যাকে কাঙাল করেছে,
রাজপথ তার কতোটা বেসামাল?
আমি ঠিক আছি কোনোওখানে।
যেভাবে যুদ্ধের পর শত্রুশিবির থাকে।
দুই
বালকপাখি, বালকপাখি
শরীর খোঁজো শুধু।
উঠোন জুড়ে ধানের ভিড়,
জায়গা যখন অল্প
বালকপাখি, গায়ের জোরে
ভেতর-ঘরে সেঁধোও?
উড়ন্ত সব ফুটন্ত খই,
জলজ ঘাসের শাড়ী।
বালকপাখির মন ভরেনা জলে।
তিন
এতো আলো নিয়ে জঠরের তল,
তার অবিমিশ্র আঁধারে
ফের ঘুরে আসা যায় না।
ভাবুক শামুকের খোলসের ঘুম
নষ্ট করছে আঙুল।
নাভি জুড়ে শীত শীত পদ্ম ফোটে।
এতো ডাকি তবু,
তোর ছায়ার বয়স বাড়ছে না…