নির্মাল্য ঘোষ-র কবিতা
প্রাণ
একটা অদ্ভুত স্থবিরতা…
তোমাকে স্পর্শ করলে পাপ বোধ
হয় না…
কৈলাসে ধ্যানানুভূতি জাগে…
ধ্যানলিঙ্গ আর আমার অভিন্ন অনুভূতি
যেন একসাথে এডভেঞ্চরে নামে…
আটকে থাকা একটা উত্থান মুক্তি পায়…
আজ্ঞা চক্র থেকে সহস্রাধারের পথে
একটা শারিরীক সর্বনাশ সারারাত
বিউগিল বাজিয়ে ক্লান্ত হয়ে ঘুমোয়…
যদিও সে ঘুম আসলে জাগ্রত চেতনা…
একটা সূক্ষ্ম শরীরে আমি তোমার
গর্ভে প্রবেশ করি…
সহবাস
শেষ যেটুকু অবশিষ্ট আছে তাই দিয়ে
যতটুকু যাওয়া যায় তার বাঁকে বাঁকে
সারমর্ম লেখালিখি করে…
নীরবতার মাঝে মাঝে যে এত কথা
গোঁজা আছে…
কে জানত?
এভাবেই হয়ে যাবে মৃত্যু একদিন…
কল্পনারা যাবে কবরে চিরতরে…
চিরস্থায়ী একটা সহবাস হবে কবরে-
তোমার হৃদপিণ্ডে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে,
বৃহদন্ত্রে আমার জন্য ভালবাসো
ওঠানামা করে…
কল্পনারও যে এত সুখ আছে…
জানতাম না…
আসলে প্রত্যেকেই পালিয়ে পালিয়ে
বড় হয়…
পালানোরও কিন্তু আকাশ থাকে..
কিম্বা খোলা মাঠ…