মেঘনা চক্রবর্তী-র কবিতা
যাদের পরিযায়ী নাম রেখেছি
১.
হলুদ ট্যাক্সি থামিয়ে নেমে এসেছে দুরারোগ্য ব্যধি
কপালে অভ্যর্থনা চুম্বন
এঁকে দিচ্ছে
যারা, শাদা ফেনা ভাত নুন মেখে খেতে চেয়েছিলো প্রিয় জামরুলতলায়।
২.
পা’য়ের তলার মানচিত্র
আলতা বেড়ার নীচে
ঘুমিয়ে পড়েছে
পরম নৈঃশব্দ্যের
কোলবালিশে
ডবকা শরীর চেপে।
৩.
ঝুড়ি-গামছা-ঘাম-সাইকেলের ঘন্টি
আনমনে পার করছে সময়…
প্রকৃতি হিসেব রাখছে
কিছু সরকারি ক্ষতের।
৪.
ঈশ্বরের রঙ না চেনা
পরিযায়ী পরিচয়পত্র
উঠোন চেনে কেবল।।
Facebook Comments