জুয়েল মাজহার-এর কবিতা

বসন্তরূপক হাসি

ক্যাম্পফায়ার শীতে;
লাল ক’রে দিয়েছিল
আমাদের যোনিদীর্ঘ রাত
*
উস্কানিমূলক এই শীত
বিজলিদিন, বিড়ালকলহ পার হলো;
এরপর অনেক শুকনো পাতায়, অনেক বিচূর্ণ কাচে
বাক্যহীন ছড়ানো অশেষ
বসন্তরূপক হাসি
*
আমিও হেসেছি, আর, হেসেছ তুমিও;
*
সেই প্ররোচক হাসি
লাল ক’রে দিয়েছিল
অরণ্যরাত্রির সব কপাট, জানালা, ঘুলঘুলি

*
আর নড়ে উঠেছিল
আমাদের তোমাদের
রাশি রাশি কামাচ্ছন্ন প্রত্যঙ্গ, বিবেক



শার্সিকাচ

তুমি এক চতুর শেয়ালি;
অব্যাখ্যেয়, অপ্রমেয় তুমি
*
বৈঠার মতোন এক ভারী লেজ বাতাসে ভাসিয়ে
নিজস্ব গুহার থেকে বের হয়ে
ঢুকলে গিয়ে অন্যদের গুহার ভেতরে
*
ঘুরন্ত সিঁড়ির নিচে গাঢ় অন্ধকার;
তুমি সেখানেই ওঁত পেতে রইলে সারারাত
*
জানালার শার্সিকাচে ঝুলে রইলো নিরুপায় তোমার ক্রন্দন
*
দীর্ঘ শীতে, দীর্ঘ-দীর্ঘ অরব রাত্রির যতো ঘুমন্ত টানেলে
তোমাকে ঝুলিয়ে রাখলো শ্বেত ও ধূসর ঊর্ণাজাল
*
অবিরাম হামা দিলে, অবিরাম কুঁকড়ে গেলে শীতে;
আপন যোনির তাপে পুড়ে গেলে তুমি
*
শুষ্ক হলে
মরে গেলে
ভস্ম হলে শীতে
*
খোজাদের খাপে ভরা অতৃপ্ত শিশ্নের আর্তনাদ
আছড়ে পড়ল সম্রাজ্ঞীর বিপুল জঘনে
*
জোৎস্নায় ভূতগ্রস্ত প্রাসাদকঙ্কাল
আজ সব ব্যর্থতাকে ঢেকে রাখে
রাশি রাশি অভিশপ্ত খিলানে, গম্বুজে

Facebook Comments

Posted in: July 2020, POETRY

Tagged as: , ,

Leave a Reply