অর্ঘ্য কমল পাত্র-র কবিতা

ভ্রমণসাফারি

১.

একটা সবুজ ট্রেনে চেপে
আমরা শেষ রাতের চাঁদ পেরিয়ে যাই

মানিব্যাগগুলো সামলাতে সামলাতে
দেখি রংবেরঙের পাহাড়

পাপোশে মুছে নিই
—সমুদ্রতীরে পড়ে থাকা
শক্ত পাথরের ক্ষয়ে যাওয়া ভবিষ্যৎ

তারপর বিছানায় মাখামাখি হয়
সিলেবাসের বাইরের প্রশ্ন

২.

আমাদের নিরীহ মাথা
নিরাপদ থেকে যায় কেরানি মাছের পেটে

চোখ কাঁপিয়ে আমরা দেখি
হলুদ ফুলের রেণু
আর ব্ল্যাকবোর্ড টাঙানো আকাশ

ঘাসের মতো সবুজ মাটিতে দাঁড়িয়ে
বুক ভরে শ্বাস নিয়ে ফিরে যেতে হয়

মাথা খুঁজে নিতে…

৩.

সবশেষে বাড়ি ফিরে এলে
পুলকিত লাগে গূঢ় মালমশলায়

এবং জলের আলপনা
শুকিয়ে গিয়ে আটকে যায় চৌকাঠে।

ফের শুরু করার ইচ্ছে নিয়ে
পা বাড়াতেই বুঝি—কিছু পাখি
ভুল করে ঢুকে পড়েছে ঘরে আর
বেরোবার সময় ধাক্কা খাচ্ছে দেওয়ালে

Facebook Comments

Leave a Reply