ত্বমেকা ঘোষ-এর কবিতা
রাত কত হল?
রাত কত হল?
রাবীন্দ্রিক প্রশ্নে নিরুত্তর সময় |
জীবনসংগ্রামে ক্লান্ত, তন্দ্রাবিভুত মানবতা |
তবু যুদ্ধ অবিরাম,
যেন লুন্ঠিত নীতির কুরুক্ষেত্র প্রান্তর |
কেউ স্তাবক, কেউ বা চাঁদ সওদাগর |
শানিত অস্ত্রে শুধুই নির্বিকার ত্রাস |
সভ্যতার বিবেক বিদীর্ণ করে
ক্ষত বিক্ষত আগুনপাখি বলে যায় —
” And we are here as on a darkling plain
…Where ignorant armies clash by night.”
বিনির্মাণ
কদমের ডালে ঝুলে থাকা চাঁদ
অন্যমনস্ক বারবার |
মধ্যরাতে ঘুমিয়ে পড়া নৌকাতে
ভিনদেশি দোলা |
একঘেয়ে সুরে বেজে চলা মনখারাপের গিটার
স্তব্ধ হয়ে শুনছে এক অচেনা পদধ্বনি |
বিশ্বাসের জংধরা ছুরি
উঠেছে গা ঝাড়া দিয়ে |
গহীন গহবরে হারিয়ে যাওয়া আত্মীয় শব্দরা
হঠাৎ নতুন রঙে সেজে
আগ্নেয়গিরির উৎসমুখে অপেক্ষারত |
ঘুমিয়ে থাকা বারুদ গন্ধ
একদিন বিনির্মাণ করবেই
কোনো বিপ্লবী রক্তউপাখ্যানের |
স্রোতে ভাসিয়ে সব মলিনতা লাঞ্ছিত দিন
অশ্রুবিন্দুর গায়েই লিখে যাবে
সোনালী আগামীর রূপকথা |