আমার কোনো রোল নম্বর নেই – ইন্দ্রনীল ঘোষ

[একবার এক দেশের সরকার ঠিক করল প্রজাদের নাম মুছে সংখ্যা দিয়ে ডাকা হবে। চালু হবে দেশবাসীর রোল নম্বর। এতে ক’রে অনেক সুবিধে, শুধু রাষ্ট্র কেন, যেকোনো প্রতিষ্ঠানেরই — শাসনের, ক্ষমতার। জনতা এবং তাদের আবেগ, অনুভূতি, ক্রিয়াকলাপ সবটাই স্ট্যাটিস্টিকসে বেঁধে ফেলা যাবে। এরপর কারো বাচ্চাকে বিস্কুট দেওয়া, সঙ্গীকে জড়িয়ে ধরা বা লুকিয়ে পর্ন দেখার মতো ব্যক্তিগত মুহূর্তগুলোতেও ফটাফট নানা সূত্র লাগানো হবে, বড় বড় কোম্পানি নেমে পড়বে তাদের পল্টন নিয়ে, বড় বড় রাজনীতিবাজরা ভোটের বালতি ঠিক সময় ঠিক জায়গায় পাততে পারবে, আর সরকার নির্ভুল আঁক ক’ষে “দুষ্টের দমন ও শিষ্টের পালন” চালিয়ে যাবে।
তারপর…]

আমার কোনো রোল নম্বর নেই | বাংলা গ্রাফিক উপন্যাস | ইন্দ্রনীল ঘোষ

দ্বিতীয় পর্ব

(পড়ার জন্য ক্লিক করুন)

মোবাইল থেকে পড়ার সময় স্ক্রিন রোটেট করলে সুবিধা হবে।

Facebook Comments

Leave a Reply