শৌভিক দে সরকার-এর কবিতা

ফিরতি রাস্তা

ধরো মাসখানেক এভাবেই হাঁটার পর
পা খুলে গেল তোমার, কোমরের মাংস
পাঁজরের হাড়, পাকস্থলী খুলে গেল পরপর
কবন্ধ যেভাবে ওড়ে, দেশত্যাগী কবন্ধ
কাটাদাগ দেওয়া নিয়ামক তালিকার দিকে
উড়ে গেল তোমার শস্তা প্লাস্টিকের চটি

সেই কবে থেকে ঈশ্বরের ছুঁড়ে দেওয়া থুতু
গিলে ফেলা সহ্যশেকড়, তোমার স্বদেশ!

Facebook Comments

Leave a Reply