রোশনি কুহু চক্রবর্তী-র কবিতা
অসংলগ্ন ১
কবিতা ঠিক কী ?
ধরুন টুপ করে গাছের একটা পাতা খসে পড়ল, আর আপনার মনে পড়ে গেল , আজ আপনার ঠাকুমার মৃত্যুদিন।
সেই ঠাকুমা, যিনি আপনার মাকে প্রতিনিয়ত জাত তুলে খোঁটা দিতেন।
সেই ঠাকুমা, যিনি আপনার মায়ের হাতে ছাড়া আর কারও হাতে কখনও কিছু খাননি।
Facebook Comments