রঞ্জন চৌধুরী-র কবিতা

বায়োস্কোপ

দৃশ্য এক (পূর্বকথা)

ঝড় উঠেছে
খানিক অদৃশ্য আঁচড়ের মত
উড়ছে পর্দা
উড়ছে রেশমের মত চুল
বালুচরি শাড়ির আঁচল…….

প্লিজ, ন্যুড ছবিটা সরিয়ে নিন
এবার দেখুন লং শটে
স্বপ্নময় কারো না কারোর জন্য অপেক্ষায়।

দৃশ্য দুই (মেহফিল)

ছাদ জুড়ে জোৎস্না চাদর
অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক
শরীর জুড়ে শৈবাল ছত্রাক নিয়ে
পা ভাঙা সিঁড়ি
উঠে আসছে তার ধাপ ভেঙে ভেঙে
অতীত কাঁধে নিয়ে
সারেঙ্গি আর নূপুর হাতে
হীরাবাঈ-কানহাই।

দৃশ্য তিন (বিনির্মাণ)

রাত ঘন হলো
প্রিজমের আলো ভেদে সিঁড়ি ভাঙাও শেষ
একটু চোখ খোলা রেখে দেখা যায়
অনন্ত রাত্রি গভীরে
হাহাহিহি নয়, কৌতুক নয়
এক অর্বাচীন বালক
অন্ধকার ঠেলেঠুলে নিয়ে যাচ্ছে এক অস্হায়ী প্রেম।

Facebook Comments

Posted in: June 2020, POETRY

Tagged as: , ,

Leave a Reply