পিয়াল দাস-র কবিতা

জন্মান্তর

বাদুড়, ইঁদুর বা পিঁপড়ে,
কিংবা তোমার মতন কিছু –
ঢেউয়েদের পাশে রেখে আসি।
যে যায় সে যায় …
বাকি পড়ে থাকা জল তুলে নিয়ে এসে
পেতে দিই বিছানার মত –
আর কোন আবরণ রাখিনা,
শুধু ওই জলে শরীর ডুবিয়ে….

উদ্দন্ড ছুটে আসে বারিগর্ভ হাওয়া
দীর্ঘকায় পুরুষের ছায়া হয়ে ঘিরে ধরে
বেহিসেবী পড়ে থাকা
আমার আশ্রয় আর নিশিদিন বন্দী সেতার।
করতলে বয়ে যায় ঢেউ –
সব ফেলে চৌরাস্তায় এসে দাঁড়িয়েছি, দেখি
সর্বনাশা সবুজ সিগন্যাল মুহূর্তে হয়েছে লাল।
ভিত ছাড়া দেওয়ালের মতো ঘুমভাঙ্গা চোখে,
তারা হলে ভালো হতো – এই ভেবে
ইতঃস্তত পাক খেতে থাকি নক্ষত্রের রাতে।

এইবার প্রকৃতিনিষ্ক্রান্ত হ’লে,
প্রাকৃতিক বস্তুর মতো দেহ ধরবো না আর।

Facebook Comments

Posted in: June 2020, POETRY

Tagged as: , ,

Leave a Reply