ইন্দ্র নারায়ণ চক্রবর্তী-র কবিতা
পোষা কবিতা
১.
ঝড় থেকে বৃষ্টি শব্দের দুরত্বের মধ্যে
হাওয়া
একটি নামমাত্র পেয়াদা।
ঝড় আসলে
নারকেল পাতার
পাড়াময় হেঁটে চলার শব্দ
২.
রাতের বৃষ্টির মত গাছপালা নেমে আসে কুসুমবুকের ওপর
ঘামে ভিজে ভিজে ন্যাতা হয়ে যাওয়া বিছানায়
আবার গুটিসুটি হয়ে কেল্লা বানাতে বসেছি –
“সোনাআআর কেল্লা।”
আলো চলে গেছে। তাও সোনার কেল্লা জ্বলজ্বল করে আছে। পোষা কুকুরের মত।
বৃষ্টির পর হুহু হাওয়া উঠছে থেকে থেকে।
আমরা কত পড়েছি, হাওয়া জল উড়িয়ে নেয়।
জলের পর হাওয়া। আর হাওয়া আর হাওয়া।
সব শুকিয়ে গেছে, একেবারে।
শুধু কপালে কয়েকফোঁটা ঘাম, মাঝেমাঝে দপদপ করছে।
৩.
নিতান্ত বেকুব অথবা নিষ্ঠুর না হলে কেউ
বৃষ্টির থেকে কথা ধার করে?
যারা ঝরে পড়ে গেছে,
আটকে আছে বাড়ির ছাদে,
গ্রিলে, পায়খানার ট্যাংকি তে,
ঝুলপড়া বেড়ার কঞ্চিতে
তার আর কী বাকি আছে বলার মত?