বন্ধ্যা সময় | একটি স্বল্প-দৈর্ঘ্যের চলচ্চিত্র : পরিচালক সুদর্শনা
ছবি : বন্ধ্যা সময়
পরিচালক : সুদর্শনা
কবিতা : শুভদীপ
সম্পাদনা : পরঞ্জয়
রেখাচিত্র : লাবনী
ছবি সম্পর্কে পরিচালকের বক্তব্য :
‘বন্ধ্যা সময়’– এই দৃশ্যশ্রাব্য কোলাজটি গত তিন মাসের লকডাউনকালীন সময়ে তৈরি। ভাবনাটা মাথায় এসেছিল এই যে বাড়িতে থাকতে বলার ক্রমাগত আপিল, চেষ্টা আর তারসঙ্গে পরিযায়ী শ্রমিক মানুষগুলির বাড়ি ফেরার অমোঘ টানে রাস্তায় নামা – এই দু’টো বিষয়কে কিছুতেই মেলাতে না পেরে। বাড়ি সেও তো তালাবন্ধ, ফিরতে পারেনি কেউ হয়তো। আর কোথাও সেই তালা খুলে ঘরে ফেরার চেষ্টাতেই হেঁটে যাওয়া মাইলের পর মাইল। শুভদীপ মৈত্র’র কবিতাটি এই ভাবনার সঙ্গে মিলে দৃশ্যগুলির স্থবিরতাকে সচল করে। লাবণী জঙ্গীর আঁকা ছবি মোবাইলে তোলা দৃশ্যগুলিকে পূর্ণতা দিয়েছে। পরঞ্জয় দাশের সম্পাদনা আমার ভাবনাকে দৃশ্যপরম্পরায় সাজিয়ে তুলেছে। এই অসহনীয় বন্ধ্যা সময়ে হয়তো বাতলে দেয় সময় এসেছে এক নতুন সৃষ্টির সামনে দাঁড়ানোর, নতুন সভ্যতা নির্মাণের। যা ‘চলমান শ্রমিক সভ্যতা’।
Posted in: AUDIO-VISUAL, June 2020 - Cover Story