নিমীল ফসলরাশি ঘরে | একটি স্বল্প-দৈর্ঘ্যের চলচ্চিত্র : পরিচালক কৌশিক হাফিজী

ছবি : নিমীল ফসলরাশি ঘরে 
চিত্রনাট্য, সম্পাদনা ও নির্দেশনা : কৌশিক হাফিজী 
চিত্রগ্রহণ : দেবজিৎ, দেবাদৃতা বসু, যীশু, ঊর্বি, সজীব, শিল্পী, মিশি, কমলেশ ও কৌশিক হাফিজী।


ছবি সম্পর্কে পরিচালকের বক্তব্য :

এই সময়ে যার সাথে যার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি সে হচ্ছে আমি নিজে। আর নিজের সাথে অতিরিক্ত সময় কাটালে যেটা হয় সেটা হলো নিজের সবকিছুই চোখের সামনে আসতে থাকে; চুল থেকে নখ পুরো শরীর, শরীরের ভেতর ফুসফুস, হৃৎপিণ্ড, প্রাণ। যদিও আমার মনে হয় আমার শরীরের ভেতরে আমার প্রাণ নেই, আমার প্রাণের ভেতরে আমার শরীর আছে। যাই হোক, এই নিজের মুখোমুখি এতটা সময় থাকলে প্রশ্ন জমে পাহাড়, পর্বতমালা হয়ে যায়। উত্তরও দিতে হবে নিজেকে নিজেই। তুমি কে-কি-কেন-কি চাও এইসব। উত্তর দিলাম, না হলে আর পারছিলাম না। লকডাউনে বাড়িতে বসে থাকলেও সিনেমা করতে হয়। প্যানডেমিক হলেও অভিনয় করতে হয়, হতাশা পুরো শরীরটা গিলে ফেললেও যদি হাতদুটো বাইরে থাকে, তবে লিখে যেতে হয়, এঁকে যেতে হয়। তাই এই “নিমীল ফসলরাশি ঘরে”।

লকডাউনে ইচ্ছেমত প্রায় কোনো কাজই করতে পারবো না জানি। ইচ্ছেমত দৃশ্য তৈরি করা দূরের কথা, ইচ্ছেমত দৃশ্য কল্পনাও করতে পারবো না। জানি ইচ্ছেমত না হলেও শুধু ইচ্ছেটুকুর জন্যই হাসতে হাসতে মোবাইল ফোনের সেলফি মোডে ভিডিও রেকর্ডিং অন করে সংলাপ বলে যাই….

Facebook Comments

Leave a Reply