সঞ্জীব নিয়োগী-র কবিতা

ভাঙা

দৃশ্যের মধ্যে কোনও চুঁইয়ে পড়া ছোঁয়া ছিলনা
হাতে নিয়ে বসে থাকাটাও বাড়াবাড়ি ছবি
দীর্ঘ ছায়ার গ্যাপ গিলে নেয় ললিত
আজকের দিনে বলে যাচ্ছি উঁচু
একটা পাখা দুটো পাখা সবই

ভেঙে ফেলে ফুড়ুৎ হলে চলে
এগিয়ে এসো একা কিংবা দলে ও কৌশলে

আমি তো তোমার দিকে যাব …

নয়ন

চোখও তো অচেনা ছিলেনা
তবু, ডাকি কিছু আলাদা ইচ্ছায়

কথা হয়
কথার জবাবে কথাহীন
মূলত শব্দের থেকে উপরে উঠেছে ডাকাডাকি

চেয়ে থাকা, অনন্ত শব্দের জন্মঘর

জীবন

কাল অন্য কোথাও গানের আসর ছিল
কাল আরেক ঠাঁইয়ে আদান প্রদান হবে
আজ বিনয়-প্রবণ ভিক্ষা, মাধুকরী
আজ হাসতে হাসতে চোখের কোণে বালি
কাল আরেকটু দাগ হয়নি তারই জ্বালায়
আজ আপন মনে অরন্ধনের থালায়
আজ ছকের সাথে বকের সাথে মাখি
কাল শুদ্ধ গুলো ভিন্ন করে রাখি।

স্মৃতি

অনুমতি থেমে থাকে, তবু ছুঁয়ে থাকি
বসার জন্য পাশ ফাঁকা রেখে উঠে চলে যাওয়া
দোটানায়, একা ভেসে থাকি

যেমন শব্দ আসে, জলাধিক বারি…

মাত্রাজ্ঞান নিয়ে এসো, গুণে এসো লয়
লোকালয়ে হিসেব ছুঁড়েছি
ভাঁজে ভাঁজে রাখা থাক না ফেরা কামনা
বেহিসেবি চলে যেতে পারো

নিঃসঙ্গ

পূর্ববর্তী ঘুম কাকে ভাগ করে দিলে
তবুও কি ফিরে আসা কামনা করো না
কাঁচা লাশ ভালো শব্দে ময়না নামে ডাকে
উচ্ছন্নে গিয়েছে দেশ রাষ্ট্রের চিৎকারে।।

Facebook Comments

Posted in: June 2020, POETRY

Tagged as: , ,

Leave a Reply