শুভ্রনীল চক্রবর্তী-র কবিতা
মহাকাশ ভালোবাসে মরা তারা
১
শেকল বাঁধা মহাকাশে অন্তরায়
পারাপারের জ্বালানী
ওজন সান্নিধ্য মহিমা তমসা
উত্তরীয় খুলে মিলিয়ে যাচ্ছে ত্রিপাঠী রঙের রৌদ্রে ।
বর্তুল রজ শিহরিত শাদা
অমোঘ শীতল খোলস ত্যাগ করছে শুক পাখি
শ্লাঘা রিপুর স্বর কুহকে জমে থাকা কালো জলের মত
অন্ধকারকে গিলে খেয়ে নিচ্ছে অর্ধাঙ্গী চাঁদ ।।
২
সীমাহীন পথ বরাবর ছবি আঁকা সভ্যতার বর্জ্য
অপান্তেয় ঢেলে যাচ্ছে কনকচাঁপার সাঁঝবেলায়
নিয়মিত প্রতিরোধের মিছিল আসছে মহাকাশ থেকে
প্রতিনিয়ত সাংকেতিক বিস্ফোরণ হচ্ছে লুব্ধকে
জৈবিক যৌবন কমিয়ে ফেলা লজ্জাবতীর পাতায়
সৌন্দর্য খুঁজে বেড়াচ্ছে আল বরাবর
জরুরী তথ্য জোগাড় করছে মানসিক বশীকরণ এর ছলে
ভিনগ্রহী সরীসৃপের মত প্রতিনিয়ত ধেয়ে আসছে পৃথিবীর দিকে
প্রতিনিয়ত সাংকেতিক বিস্ফোরণ হচ্ছে
ভিনগ্রহীরা আসছে
লুব্ধক থেকে ।
৩
সময়কণা ছিটকে যাচ্ছে এক একটা করে
বস্তু বৈপরীত্যের ভিড়ে হারিয়ে যাওয়া পারস্পরিক বিপ্লব
ধীরে ধীরে জৈব বিক্রিয়ায় লীন হচ্ছে কক্ষমেরুতে
একটার পর একটা পৃথিবী তুলে আনছে দ্রাঘিমা বরাবর ।
সত্যের ভিড়ে যেভাবে মিশে থাকে অসত্য
ধীরে ধীরে অসতী বানিয়ে ফেলে গাছের চারা কে
মহাকাশের জালে বুনতে থাকা একেকটা অন্ধকার
অভিকর্ষের বিপরীতে পৃথিবী বানাচ্ছে
যখন সময় কণা ছিটকে যাচ্ছে
এক একটা করে ।
Posted in: May 2020 - Cover Story, POETRY