সুদীপ ব্যানার্জী-র কবিতা
দূরত্ব
স্পর্শের অভ্যাস
শিবির ছোটবেলার
শিথিল নড়ে এলে
আর
ট্রাফিক খুলছে রোজ
পাশে চুপ বসে সন্ধ্যার ত্রিফলা
খুব মিষ্টি সে জ্বলে
ও
এ তল্লাট ফুজিয়ামার গল্প শোনে
রেশনে, ব্যস্ত বাজারে
ফিতে হাতে দূরত্ব মেপে মেপে
যন্ত্রণা
খুব লুকোনোর প্রতিচ্ছবি
আড়াল দিয়ে বেঁচে আছি
মাথা উঁচু ধারণায়
বেল্ট কোমরে, যন্ত্রণার
এ এক অন্য লোক
দাম কমছে ব্যক্তিগত
হন্যে হওয়া অস্বস্তি
চামড়ার ভাঁজে অন্য এক লোক
বিচ্ছেদ সময়ে একলার ভয়
বসতবাটি গুটোলাম
বিরক্ত এ ভূখন্ড
কথাটা আমার করে নিই
সারারাত থেকে শুরু ও
নেবো না গাছটি
একই টেমপ্লেট অভ্যস্ত করে দেয়
বিনয় তাঁর
বিরুদ্ধ ন্যারো প্লেস
দশা শেষে চোখ জিনিস
খামোখাই কথাটাকে আমি আমার করে নিই
Facebook Comments
Related posts:
Posted in: May 2020 - Cover Story, POETRY