শান্তনু পাত্র-র কবিতা

অগ্রসরণ

১.

সব দরজায় শিকল থাকে না,

তবু মনখারাপের সম্পর্ক কেবল জানালার সাথে।

২.

ফিরে আসার রাস্তা হারিয়েছি

তবু দূরে যেতে বাধা নেই
দূরত্বের ঠিকানা খুঁজেছি।

৩.

পুরানো সাইকেল বিকেলের রং চেনে।

চেনে গলে যাওয়া পিচ। পড়ন্ত আলো।

৪.

নদীর বুকে মৃত বালির অভিমান কুড়িয়ে কুড়িয়ে

স্টেশনের ছায়ায় নিয়েছি বিশ্রাম।

৫.

এই শহরে পড়ে থাকবে দু-দুটো চোখ
যাকে তোমরা দূরবীন বানাতেই পারো।

তবু ধীরে ধীরে মরে যাবে তুমি, ও ফুল…

Facebook Comments

Leave a Reply