রাজদীপ পুরী-র কবিতা

পথ দেখাও হে মুর্শিদ ১

ফুটপাথ, গুঁড়ো গুঁড়ো জ্যোৎস্না, ভাঙা কাচের মতো
বিঁধে রইল পায়ের পাতায়… জোনাকির আলোয়
সার বেঁধে হেঁটে আসছে ওরা কারা?
ওরা মানুষ,
নামহীন, ঠিকানাহীন, আলোহীন,
এ গ্রহ ছেড়ে ওদের চলে যেতে হবে অন্য কোনও আলোর গ্রহে…

পথ দেখাও হে মুর্শিদ ২

সমস্ত রাগ আর ক্ষোভ একসাথে উগরে দাও যে ভাষায়—
গভীরে যাও, যত গভীরে যাও অনুভব কর সেই আলোকিত অন্ধকার…
অসুখ সেরে যাক, আর প্রিয়
প্রতি ভোরে তুমি আমায় আদর ক’রো বাংলা ভাষায়!

পথ দেখাও হে মুর্শিদ ৩

সব পথ বেঁকে গেছে দিগন্তের দিকে,
আমি আর একবার ফিরে আসতে চাই—

কোন পথ ফিরে আসার?

কে তা
বলে দেবে আমায়…

Facebook Comments

1 thought on “রাজদীপ পুরী-র কবিতা Leave a comment

Leave a Reply