রাহুল গাঙ্গুলী-র কবিতা
অসীমেও নয়। সসীমেও নয়। বরং অলীকে আছি
আচম্বিত মাঝখান ________
ক্রীং শব্দ ~ হাঁ-মুখস্ত || মহাকাশ } ফসল
পতিত পাশাপাশি
||
আরো কয়েকশো কিছু।ঘটা করে টং _____
টুকরোটুকরোয় ~ জাদুকর চড়াই }
অনাবিষ্কৃত
||
অগভীর ০ } ∝ || গতিপথ বিরুদ্ধ
{ বাতাসকল্
||
বেফোঁড় [ মাটি & মুর্শেদ্
মুহূর্তপ্রতি ~ জন্ম নিচ্ছে জানলা-জানালা ] চোখ
++++++++++
অজস্র জরায়ুর উল্লাস। কিন্তু শুনতে পাই না
এইখানে সবচেয়ে ব্যাসার্ধ বেশি
এইখানে
মুহূর্ত-এই থমকায় আলোকবর্ষ
মহাজাগতিক দূর
মুহূর্ত-এই _____
এরকমই
হঠাৎ সরেসরে যাব।শরীর বা
স্বশরীর
অশরীর
হঠাৎ
এরকমই
বানাবো ব্রহ্মাণ্ড ১
নাম দেবো বিগব্যাং
রাত < প্রতি > রাত
বিছানাহীন
র|তলপেট
নির্মিত হলো ~ মেঘ |o| ব্যাঙ-ডাক
নিরাকার _____
+++++++++++++
সূত্র : মেটালকোর্
খাদক হতে চেয়েও অল্পবিস্তর টালবাহানা
অহেতুকী অসমান
নক্ষত্রগুলো মৃদু
অ|সাংখ্য
বিপরীত
পাপড়িগুলো
কুচিকুচি
হোঁচট্
যেরকম
পিঁপড়েগুলো
চারপাশ
নাভি
Facebook Comments
Posted in: May 2020 - Cover Story, POETRY