প্রবীর রায়-এর কবিতা
নতুন নিয়ম
নিরপেক্ষ কবিতাকে জায়গা দিল একামানুষ
সব রঙের জন্য আলাদা সমীহ করে
পতাকার রঙ সাদা হয়ে গেল
পাতার ওপরে নুয়ে পড়ছে শব্দগুলি
দীর্ঘ চলার ক্লান্তি লেগে আছে
ডিম
মসৃণ খোলসের ওপরে দিন
নিরপেক্ষতার সাদা নিয়ে গড়িয়ে যাচ্ছে
ফাটলে টের পাই অন্তর্নিহিত নড়াচড়া
দীর্ঘচঞ্চু অন্ধকার বেরিয়ে আসছে
জড়িয়ে নিচ্ছে সকল ইন্দ্রিয় ধীরে ধীরে
অথচ
আসার কথা ছিল সূর্যকুসুম
সেরকমই প্রতিশ্রুতি ছিল
পরিস্থিতি
মিছিল নেই তাই শ্লোগান নেই
উৎসব নেই তাই উচ্ছ্বাস নেই
গাছ আছে এবং ফুল ফোটা আছে
পাখি আছে এবং উড়ে যাওয়া আছে
নদী আছে এবং বয়ে যাওয়া আছে
সমাজ আছে তবু সামাজিকতা নেই
ভালবাসা আছে তবু আলিঙ্গন নেই
ক্ষোভ আছে তবু প্রতিবাদ নেই
Facebook Comments
Posted in: May 2020 - Cover Story, POETRY