মজনু শাহ-র কবিতা
পাঠক
জবাফুল ভরা একটা নৌকায় বসে আছ তুমি।
আজ সবকিছু গহন কোনো তক্ষকের হঠাৎ ডেকে ওঠার
অপেক্ষায় আছে, অথবা অচেনা কোনো ভৈরবীর।
তুমি খঞ্জনা পাখির চাতুর্য শিখে নিতে পার নি কখনো,
ঘুণ ধরা এক বাঘিনীর মূর্তি হয়ে বসে রইলে শুধু, আর
মালার্মের কবিতা পড়ে বোকাসোকা ভাবে তাকাচ্ছ চারদিকে।
পথ
বোঝা যায় কি যায় না এমন একটা পথ ঢেকে আছে বাঁশপাতায়।
এত মৃত বাঁশপাতা! ওদিকের জঙ্গলে, বনমোরগের আস্তানা। গুম খুন
হয়ে যাওয়া যুবকের দেহ এখানে খুঁজে চলেছে তার ছোট ভাই।
কোথাও বিপুল হ্রেষা শোনা গেল। আরেকটু অনুসরণ করি তাকে।
বাঁশপাতা ঢাকা পথ সহসা ফুরায়। এখানে আরও গভীর প্রচ্ছায়া।
অপর
সমস্ত পাতা হারিয়ে ফেলা কাঠগোলাপ গাছ, কেমন আছ তুমি?
ও আমার অকেজো গ্যাসবেলুন, কেমন আছ? এমন ধুলো-ওড়া স্বপ্ন
এমন কোনো নির্ঝর যেখানে একা বসেছিল ভাষামাধবী, ততদূর এলাম।
আমার বাড়ি নাই আর, আছে শুধু শব্দের হৃদয়! এক অনিশ্চিতের জগত
অসীম ভ্রমে হেঁটে দেখা। কোনো দারুস্পর্শ মৃত্যু আমাকে সৃষ্টি করে চলে,
নষ্ট জানালায় আছড়ে পড়া চাঁদ আজ আমার অপর।
Posted in: May 2020 - Cover Story, POETRY