কুশল মৈত্র-র কবিতা

ভাঙন

ভালোবাসার ভাঙন বিচ্ছুরিত হয় পাতালে
মেঘ হাসলে বৃষ্টি আবার নেমে আসে
আকাশের গুরুগম্ভীর গর্জন উত্তপ্ত আগুন
তৃষ্ণা মেটায় সময়ের সেতারে—
দাঁড়িয়ে আছি আমি আর দাঁড়িয়ে তুমি
ভাঙন নদীখানি শয্যায় পাহাড়ে।

সম্পর্ক

চোখ, ঠোঁট আর মন বেহিসাবি মাত্রাটানে
পরম্পরায় দোদুল্যমান প্যাণ্ডুলামে ঘড়িখানি
একটা সম্পর্ক পুরনো সম্পর্ককে কীভাবে ভাঙে
ভেঙেছে কিনা জানি না যেমন
ভাঙা প্লেট চেয়ে থাকে অব্যর্থ কাপের দিকে
কথা বিনিময় ইশারা আভাসে সে জেগে থাকে!

বিসর্জন

সারি সারি ইউক্যালিপটাসগুলো দাঁড়িয়ে রাস্তায় বিশ্রামরত। উঁকি দেয় রোদ কবরের গা ঘেঁষে। অন্ধকারে সাদা চাদরে মোরা আবছা যুবতী বেশে অস্পষ্ট সঙ্গীত জীবন উজাগর মর্মর বালুচরে হারিয়ে গেছে গোপন সহমতে। রাতের চাদরে মোরা প্রিয়জনের চন্দন ধূপ-আতরে মাখা; মিশতে থাকে মাটিতে সব ঐশ্বর্য বিলীন অন্ধকার অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে সম্মুখে।

Facebook Comments

Leave a Reply