জ্যোতির্ময় মুখোপাধ্যায়-র কবিতা
মেয়েটি
ভেতর অবধি দেখছিল
শরীরের উপর গুছিয়ে রাখা
শোক ও শীতকাল
সান্ত্বনার মতো
জ্বালানো মোমবাতি
ধারণা মতো, মৃত্যুর চেয়ে আর কোনো ঐচ্ছিক ঘুমিয়ে পড়া নেই
এই শুনে মেয়েটি
খুব ব্যস্ত হাতে
নিজের ছায়াকে গোছাতে লাগল
দৃশ্য
কে যে কার চলা, কে যে কার পথ
বুঝতে পারি না কিছুতেই
আমি চলি, পথ-ও চলে
এইভাবেই দৃশ্যের জন্ম হয়
ঘর
মেঘের উপর মেঘ জমেছে
বৃষ্টি ভেজে বায়
ঘরের ভিতর ঘর ভিজেছে
অনাহুত বরষায়
অহন আমি আমার লাগি
ঘর সাজিয়ে যাই
পথের নীচে পথ চলেছে
ঘর কে খুঁজে পায়
Facebook Comments
Posted in: May 2020 - Cover Story, POETRY