দীপঙ্কর লাল ঝা-র কবিতা
তিনটি খণ্ড স্বপ্ন
১.
আদম কখনো মাংস খায় নি, সে শুধু ফল খেয়েছে
এক পাহাড় হাতি পেরিয়ে আমি বেড়ালের মাংস কিনতে যাই।
আমার হাত-পা-মুণ্ডু বেঁধে বেড়াল কাটা হয়।
তারপর আমি সোজা তোমার কাছে চলে যাই। বরফ খুব চারদিকে।
বেড়ালের ভাঙা দাঁত বেরিয়ে আছে বাইরে। খুব তেতো মাংস।
আমি শুনলাম কেউ হত্যা করতে আসলো। কথা বলতে গিয়েই দেখি গলা নেমে আসছে। সবই বিকার। জলের বিকার। তা তা থৈ থৈ যেন কিছুই হল না।
২.
রক্ত পর্যন্ত হাটি হাটি পা পা।
এই একবার অথবা দুবার শিশু হতে ভয় করে। চরম ভয়।
কেউ ঘরবদল করল বুঝি। ঘরবদলে সবাই একটা সাপ ফেলে আসি।সে সাপ শুধু ভ্রূণ খায়। আমাদের অর্জুন বীভৎস শান্ত।
৩.
কে এমন মুমূর্ষ বেলায় ফুল দিয়ে গেল
ঘুম থেকে উঠলেও কি একইভাবে পাওয়া যাবে কৃষ্ণ?
হমর সুখদ চন্দ্রমা কাহে ছিন লেল রজনী?
চৈতন্য ভাঙা ফুল।
ঘোর ঘোর নিন্দ বিসরত যায়ে।
আমি অপেক্ষা করি ঝড় আসবে বলে।
কেহ নহি আবে, হমর নেন ভরল এল।
পাখি শব্দের আগে কোনো মেদ নেই। বিশুদ্ধ এক জ্বলন।
হম সাপ ধরব য়া পইন?
Posted in: May 2020 - Cover Story, POETRY