দীপক দাস-র কবিতা

১.

এ সব অশান্ত সময় চলে গেলে
ভেবেছি
তোমায় ফিরিয়ে দেবো
অপেক্ষার বিযাদ উপবাস

২.

বোধ হয় ভুল করেছি
আমার ফোন কল থেকে মুছে যায়
হলুদ কাগজ

আসলে নিঃঙ্গতার সফরে
কিছু মাধবীলতাই শুধু ছড়িয়ে থাকে

৩.

তারপর অবিন্যস্ত চাঁদ উঠে আসে

ধীরে ধীরে মুছে ফেলি
কতকটা গরল আর নোনা জল

তবু জড়ানো ঝোপের ফাঁদে থেকে যায়
কিছু নিহিত শিকড়

৪.

সম্পর্কগুলো পুনরায় ফিরুক

এইসব মৃত ভালোবাসাবাসির দাহপত্রে
উঠে আসুক
ছেঁড়া বাউল আর একতারা

তারপর ক্ষীণ বিন্দুর মতো নেমে আসা চাঁদে
ভেসে থাকুক
আমাদের সাদা ও নির্জন অপেক্ষা….

৫.

ইচ্ছে তো করেই
ক্লান্ত বুক চিড়ে ভেসে উঠুক
কিছু অবিন্যস্ত ফাটল

তারপর অবহেলিত অপমানিত শাণিত গুমোট
মুছে যাক

যেকোনো বৃষ্টির পরে ধুয়ে ধুয়ে ভাসুক
তোমার আধখানা জীবন

Facebook Comments

Leave a Reply