দেবাশিস সাহা-র কবিতা
ইটভাঁটা
নরম হাড়ের উপর
মাথা রাখে ইটভাঁটা
এই ভাবে শক্ত হয় খুলি
পাঁজা পাঁজা শ্রম
আলোর সংগে পাল্লা দিয়ে
নামে আর ওঠে
পছন্দ না হলে
শক্ত খুলি বল ভেবে
পাঠিয়ে দি মাঠের বাইরে
নরম মনের উপর
পা রাখে পিশাচ
লতিয়ে লতিয়ে
ধোঁয়ার সঙ্গে সঙ্গে
বড়ো হতে থাকে ইটভাঁটা
Facebook Comments
Posted in: May 2020 - Cover Story, POETRY