বিশ্বরূপ বিশ্বাস-র কবিতা
ভগবান বিশ্বরূপ
[“ভগবান বিশ্বরূপ” আমার জীবনে লেখা সবচেয়ে দীর্ঘ কবিতাগ্রন্থ। এই অপ্রকাশিত বইখানিতে ১০৩০টি কবিতা সংরক্ষিত করা হ’য়েছে। বইটি কবে কোথা থেকে প্রকাশিত হবে, এই ২৫ বছর বয়সে প্রকাশিত হবে, নাকি ৫০ বছরে গিয়ে, নাকি কোনোদিনও প্রকাশিত হবে না, সে সব জানি না। তবে বইটির-ই ক্রমিক সংখ্যা অনুযায়ী নীচের তিনটি কবিতা প্রকাশ করা হ’লো]
৩২৬.
ঘরবাড়ি ভালো নেই তো কি হ’য়েছে
বিড়াল কুকুর জবা গাছপালাগুলো তো ভালো
বাথরুম শরসন্ধান শরিক নুন জিরেও ভালো
ভালো তো প্রদক্ষিণ রাত্রির শরদসিদ্ধ শরাণটিও
ভূমিভারের হিতে ভাষান্তরিত
ভাবালো ঝর্নাজলালো দ্বিজোতম অনুবাদে
পীনোন্নত কুলগাছে পিয়া পিয়া পুটিকা
ভীমরুল ভালোবেসে পুছে যাও ডিমের আচার
বিচার করে না রাধে রোজ রোজ স্কুলে যায়
পরশুরাম শিখে নাম লেখে ভার্গব
নারিকেল শিরাজীতে চাঁদের বাহির বাজার প্রত্যনীক
প্রতিমা শরীয়ৎ-এ শর্বাণী কালো লো শর্মন্
আনিস কলঙ্ক তার বড়ো জোর গ্রাম্যজনে অশ্বারূঢ়
জীবন ভালো লো। মরণ ভালো লো
ভালো লো কস্তুরীযূথিকা।।
৫১৭.
গ্রামের মানুষজন বিষধর সাপ দেখলে-ই মেরে ফ্যালে
আমি আমার সন্তানসন্ততিদের বিষ খাইয়ে মেরে ফেলে
বিষধর সাপ পুষেছি
যেমন শঙ্খচূড়। অ্যাট্রাক্টাসপিডিডি। ব্লাক মাম্বা। কিং কোবরা। ওয়েস্টার্ন গ্রিন মাম্বা। হাইড্রোফিলিস বেলচেরি।
তা ছাড়া একটা সুবিশাল অ্যানাকোন্ডা
আমি আমার সন্তানসন্ততিদের বিষ খাইয়ে মেরে ফেলেছি কারণ
যাতে ওরা কোনোদিন বড়ো না হয়
যেন বয়সে স্বাবলম্বী হ’য়ে সাপ না মারে
আমি ম’নে ক’রি প্রত্যেক মানুষের-ই প্রয়োজন
নিজের আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বৌ
ছেলেমেয়েদের মেরে ফ্যালা
যাতে পৃথিবীর বিষধর সাপেরা সুস্থ ভাবে বাঁচতে পারে।।
৬১৫.
রাধার মতন প্রেমিকা নাই
কৃষ্ণের মতন প্রেমিক নাই
জুতোর দাগ সূচিত এবং গতিশীল
রক্তের কুঁজ সন্ন্যাসীর আস্তানার ঠাকুর
ঠাকুরের মতন রসিক নাই
নেশাখোরের মতন নিষ্পাদক নাই
সব উপাস্য হাঁসেদের বিস্মৃতিকে শরীরে এনে
আমার দেহের লোম তোমার গায় আনন্দার্ঘ্য
এটি কাছিমের আত্মচেতনার গল্পসল্প পূজাপার্বণের মন্ত্রক
এই যূপকাষ্ঠের গল্পটা সঠিক কি তাই
নতুন কাহিনী বিস্ফারিত বধ্যভূমিতে টাঙাবো নদীর স্বজনী
তুমিও আইসো ঋতুমতী শ্মশানের উচ্চতায় এক অপার্থিব সাধক জেগেছে
সোচ্চার ভালোবাসার মহাপৃথিবীতে নিসর্গপীড়িত প্রাণের গার্হস্থ্য জেগেছে।।
Facebook Comments
Posted in: May 2020 - Cover Story, POETRY