অভি সমাদ্দার-এর কবিতা

সাঁঝিম-২

ছায়াপথের এক সহজ সাঁঝিম।
আকাঙ্খার এক মেহেজ কাপ্তান।
তারা জানে দু’দিকের স্পেস কিছুতেই
আত্মসাৎ করা যায় না।
শুধু রীতগুলি অনুদিত হয়। প্রশ্নগুলিও।
ঋতু-টি সহজ শিকারে ডানা খুলে দ্যায়
আকাঙ্খার সুযোগ খুলে দ্যায়।
কাপ্তান নির্বিকার চুরুট ধরায়।
সাঁঝিম প্রতিদিনের অস্ত তুলে রাখে।

প্রতীক

মনোবিকলনের দিকে যাওয়া
প্রভূত সাড়াশীল
কেননা মুর্ছিত মুদ্রাগুলি
আজ হেসে ওঠে
এবং পুরাতত্ত্ববিদগন
এই হাসির অনুবাদে বলিলেনঃ
প্রতীক খুব সুবোধ ছেলে

ওর একটা হিল্লে হওয়া দরকার।
অতএব চিহ্নসকলের দিকে হাঁ করিয়া
চাহিয়া থাকি। আর ঘন্টাধ্বনি হয়।
বুকের শর্করায় জীবন্ত যেসব
লম্ফ ও নির্বান
তাহা প্রতীক মুঠো করিয়া
লেখ্যবীজ ছড়াইতে থাকে।
আর উদ্দেশহীন। অভিমানহীন। সময় বহিয়া যায়।

পিছলভূক

তুমি ভাবছো এ এক জটিল অঙ্কুর!
অথচ
আমরা শ্যামলছাপ যন্ত্রণা
গুছিয়ে রাখি,প্রতিদিন
এক পশলা গোধূলি
কিম্বা আমাদের অনুক্ত
রক্তবোধ
কখনও ফুরিয়ে যায় না
শুধু মাঝে মাঝে পাখি ছায়া
মাড়ানো যে মোরামপথ
তার উদারদস্তুর ফিরে আসে
মনবস্তুর উপর টুপটাপ
শিরিষ পতন
এছাড়া ডালিমের জন্য ডালিম
এছাড়া টুকু দিন আর ধোঁয়াবিল
পেয়ালাসমূহে নেমে আসে

চাঁদ ও চিয়ার্স

Facebook Comments

Leave a Reply