অর্ক মন্ডল-র কবিতা
অন্তরালে-১
আগুনের গর্ভে শব্দ।
ফিরে পড়া হলো
কিছু পাতা।
সাদা চামড়ার নিচে
জ’মে মেঘ। বজ্র।
জানলা শোনায় গান।
গানের গর্ভে জল
নির্ঝর
অন্তরালে-২
কমলা রঙের দুঃখে
কিছু পিঁপড়ে ঘুরছে।
বহুদিন বরফ-চাপা পথে
পতঙ্গের ছেঁড়া ডানা,
ও, মিছরির দানা,
দুই-ই নিয়ে চলে গেলো
সরল উৎসবে।
অন্তরালে-৩
ভালোবাসা-নামের রেফারি
দুই হাত পকেটে ভরে
শূণ্য মাঠের খেলা দেখে..
মৃত রাস্তায়
উজ্জ্বল তারার মতো
তোমার দৈব অক্ষর..
তুমি গালাগাল দিতে পারতে না,
এই অপরাধে আমার দশ বছর
আয়ু কমে যাক।
Facebook Comments
Posted in: May 2020 - Cover Story, POETRY