অর্ণব চৌধুরী-র কবিতা

যাত্রা

হয়তো কোনো দেশ
রয়েছে শ্রমিকের
একথা বলা হয়
বলছে রাষ্ট্র

ক্যামেরা ঘোরে ফেরে
রঙিন সারিসারি
পায়ের চিহ্নেরা
মিলিয়ে যাচ্ছে

মানবতার শোকে
হাজারো ঘুড়ি ওড়ে
ভোরের পাখি ওড়ে
ওরাও উড়ছে

ওই যে জমায়েত
ওখানে খেতে পাবে?
ঝামড়ে পড়ে পাতে
গুলির শব্দ

হায় সে মৃত্যুতে
বিত্তভোগীদের
রাতের মদে নেশা
কাটেনা কিছুতে

আবার ভোর হলো
ফর্সা আকাশের
ভরাট হলাহল
ওরাও হাঁটছে

হাঁটছে খিদে পেট
গিলছে পৃথিবীকে
ধুলোর রাস্তায়
চরকা উড়ছে

হয়তো কোনো দেশ
রয়েছে শ্রমিকের
হয়তো প্রাণপণে
সেদিকে ছুটছে

পিছনে বিভ্রম
সামনে প্রশ্ন
শুধুই পড়ে আছে
অজানা মৃত্যুই

অথচ কিছু নেই
কিছুতে কিছু নেই
নিয়তি ছেঁড়া পায়ে
শিকল ভাঙছে

স্রোত

কথা বলবার মতন এখন কেউ কি নেই এই শহরে
দুরন্ত এক উড়ান কেন আমার হাতে আছড়ে পড়ে
দুরন্ত এক মৃত্যুকে ভয় পাইনি আমি মর্ষকামী
অনেকটা পথ পেরিয়ে গেছে অন্ধকারে গৃহস্বামী

প্রজাপতির মতন কিছু ফুলের ওড়া দেখছি বসে
গণতন্ত্র, বিভেদ নিয়ে নারী-পুরুষ ব্যস্ত সবাই
কোথায় কখন দু’ফোঁটা জল আকাশ থেকে পড়বে খসে
সমস্তটাই খেলাচ্ছলে নীরবতায় ভাসছি যে তাই

কিন্তু জলে হাপিত্যেশে গড়িয়ে যাচ্ছে তোমার ক্ষতো
তুমিই ভাব বিভেদ নিয়ে, আকুল এমন দিনের ভিতর
কথা বলবার মতন এখন কেউ কি নেই এই শহরে

নদীর ধারে একলা বসি, আমার যা ভুল আছড়ে পড়ে

পথ

এই বীরত্ব, এই আকাশের তথ্য সাগর
কোথাও তো নেই কোমল জীবন, ক্ষণিক ভালোবাসার কথা
তার ওপরে মানুষ কি চায় বনভূমির রত্নকুসুম?
কিন্তু আমি এমন ফিনিক্স, জন্ম আমার গুল্মলতায়
সর্বনাশের শিকলগুলি দেখছি চোখে

নিসিক্ত কোন পাতায় দেখি স্বর্ণচাঁপা জলের হাসি
পথের পাশে লুটিয়ে পড়ে, মুকুট পড়া একটি চাষী
সেও কি এখন খুঁজছে কোনও
ভালোবাসার রত্নকুসুম

কিন্তু কাকে ডাকবে তুমি, আন্তিগোনের স্বপ্নবিলাস
হঠাৎ যদি গুড়িয়ে যায় হে! সঙ্গে যাবে আফ্রোদিতি?
একটি ঠোঙায়, ভর্তি সে ছাই, গুলির শব্দ ভোরের বেলা
পালাও তবে অসম্ভবে,
কোথায় পাবে প্রাজ্ঞ ভূমি

স্থির এ মাটির, কালচে জলে, ভাসছে কাদের রক্ত প্রলাপ
সমঝোতা হয় প্রকাশ্যে তাই, সমঝোতা হয় কবির খাতায়
তুমিও তেমন নষ্ট-তো নও, তবুও কেন এই বিছানায়
মহাকালের এই আকালে অন্ধকারে ছুটছে মারীচ

যাও সেখানে, যাও সেখানে, অনেক মণি-মুক্তা পাবে
কিন্তু আমি এমন ফিনিক্স, জন্ম আমার গুল্মলতায়
অপার্থিব মোক্ষগুলি কাঁপতে থাকে রহস্যময়
কোথায় যে তার উৎস আছে! শিকলগুলি দেখছি বসে
আমার ভিতর?
এই প্রকৃতির অন্তরালে?

Facebook Comments

Leave a Reply