আহমেদ মুগ্ধ-র কবিতা
জোনাকিদের অনেক নগরী
তােমাকে দেখার ভেতর দিয়ে দেখা হয়ে যায়
জোনাকিদের অনেক নগরী,
জোনাকিরা প্রেমিকার মতাে আসে লােকালয়ে,অন্ধকারে;দেখে—জেগে আছে মানুষেরা,
মৃত্যুর দ্বারে যাবার আগে জীবনের শেষ পঙক্তির পর
পূর্ণচ্ছেদ যতিচিহ্নে কোনাে জােনাকিকে পাবার আশায়।
জীবনের সিলমোহর হবার মত যদিও স্থায়িত্ব নেই আলোর—
জোনাকিরা তাে প্রেমিকার মতই
বাতাস থেমে গেলে ফোঁটায় ফোঁটায় অন্ধকার নিয়ে চলে যায় দূরে,বহুদূরে—
সমুদ্রের কাছে ধ্বনির উপধ্বনি খুঁজে;
অন্ধকারের মতাে মানুষের ওত মৌলিকত্ব নেই বলে যতটা অনূদিত হয় জোনাকি,
অন্ধকার হয় নাকি তা কখনো ?
তোমাকে দেখার ভেতর দিয়ে মন হয়ে যায় বহমান-বৃক্ষ,
অন্ধকারে খুঁজে বেড়ায় আলাে।
আলো তো এই পৃথিবীতে পালিয়ে বেড়ানাে ফেরারি মাত্র;
তােমাকে দেখার ভেতর দিয়ে দেখা হয়ে যায় অনেক পাহাড়;
দূর হতে ওদের দেখে মনে হয় মেঘেদের দালান –
বৃষ্টিরা কোনদিনই পৃথিবীতে ফিরে আসে না আর,
মেঘ ভেবে পাহাড়কে পরায় যে জীবনের অলংকার!
তোমাকে দেখার ভেতর দিয়ে এত ভ্রম জমে আসে(বৃষ্টির মত যদিও ছন্দ নিয়ে) জীবনে—
তবুও তোমাকেই দেখি অনেক না দেখার ভেতরে গিয়ে নিজেকে আড়াল করে,
তোমার টবেও প্রতি রাতে ফুটে বহমান-ফুল;
প্রহেলিকারা,আমার ঘুম,আমার বয়স, খুঁজে ফিরে পাতাল রেলে ঘরে ফিরবার জন্যে শেষ ট্রেন–
মনের কাছে দত্তক দেয়া দেহ আমার নিদ্রাহীন রাত ছাড়া কিছু নেবে না আর!
উপকূলে বসে দেখি জোনাকিদের প্রাচীন শরীর
আটকে আছে সমুদ্রের অমানিশার জালে;
প্রতি বর্ষায় নদী মানুষকে ছুঁয়ে দিলে
তার বুক হয়ে যায় জল-ভূমি;
মাটি তো ভূমি নামক আশ্রয়ের ছলনা মাত্র
জল তার থেকে সত্য আর কি হয়?
তোমাকে দেখার ভেতর দিয়ে
দেখি অনেক ভুল জীবনে,
তবুও তোমাকেই দেখি–
তোমার স্মৃতিরা পলিমাটি হয়ে আসে আমার কবিতায়।
অন্তহীন সমর্পণে
ফিবোনাক্কি মৃত্যু
Related posts:
Posted in: May 2020 - Cover Story, POETRY
😍😍😍😍😍