তৃষ্ণা ভট্টাচার্য্য-র কবিতা

বিশ্বের অসুখ

 

ভুগছে আজ বিশ্ব এ কোন অসুখ!
ছিনিয়ে নিয়েছে সকল হাসি, সব সুখ।
কোন কর্মফলের এ নির্মম রূপ,
জমে জমে হয়েছে দৈত্যের স্তুপ;
হে বিধাতা, কেন দিলে এমন সাজা,
নেমেছে পথে আজ সকল রাজা।
ভেঙেছে আজ সকল বাঁধন,
কে করবে অসাধ্য সাধন?
দুটি আঁখি জাগে জানলার ফাঁকে।
প্রশ্নমাখা মুখগুলি আনাচে কানাচে।
হৃদয় গ্রাস করেছে অজানা ভয়,
পাখিরা তবু পেয়েছে আশ্রয়;
মরুভূমি আজ হয়েছে শহর,
মানবতা আজ গুনছে প্রহর।
থেমে গেছে গাড়ির ব্যস্ত শব্দ,
থমকে দাঁড়িয়েছে জীবনের ছন্দ।
নিরবে কাঁদছে জননীকুল,
প্রার্থনা তার সন্তানের তরে, হয়েছে আকুল।
কাঁপা কাঁপা বুকে জমাট বাঁধা আশঙ্কা,
বিশ্ব জুড়ে জেগেছে যুদ্ধের ডঙ্কা।
এ লড়াই নয় শুধু তোমার, আমার,
এ লড়াই আজ বিশ্ব মানবতার।
নেই হাতে হাত, তবু একসাথ,
রক্ষা কর প্রভু, অনাথের নাথ।
জানি একদিন মুছে যাবে রাত,
নতুন সুর্য ঘোচাবে সকল অভাব।
স্তব্ধ নদী ছুটবে আপন গতিতে,
প্রেমের স্পর্শে জেগে তব অলিন্দে।।

Facebook Comments

Leave a Reply