তাপস কুমার দাস-র কবিতা

লকডাউন

বাপ ভুখা টেঁসে গেছে, তাই রিলিফের আকাঁড়া ভাত
তোবড়ানো সানকিতে ছ্যাড়াব্যাড়া এসে পড়ে
ভুখা কুকুরের মতো দুইহাতে লেবড়ে ভাতডাল
পেটের খোঁদলে প্রাণপণে চালান করতে গিয়ে
রোগা শরীরে সয়না, ভড়ভড় করে নির্লজ্জ হেগে ফেলি
পোঁদ মুছে নিয়ে পাতের ওপর ফের হামলে পড়ি নির্বিকার
ভোররাতে শকুনের মতো ডেকে ওঠে রাষ্ট্রের জিপের হুটার
দলবেঁধে দ্রোণাচার্য্যরা নেবে আসে বংশানুক্রমে
একলব্যর আঙ্গুল কেটে নেবে বলে।
আমার বৌয়ের ছেঁড়া শাড়ি গলে শুকনো মাইয়ের বোঁটা
লতপত করে ঝোলে মুদ্দাফরাসের ঠেলায় তোলা
কুকুরের পাংশুটে বিচির মতো
তা কামড়ে ঝুলে থাকা শিশুর করোটি
ঝাঁপ দিয়ে নেমে এসে থালা ধরে কাড়াকাড়ি করে
চোদ্দলাশ সার বেঁধে টিভির পর্দায় চৌদ্দ মোমবাতির মতো
কী এক আশ্চর্য ভাতের গন্ধে
পৃথিবীর বাতাস আজ ম ম করে।

Facebook Comments

Posted in: April 2020, Poetry

Tagged as: , ,

Leave a Reply