সোহেল নেওয়াজ-র কবিতা

অভিমানী মহামারী

মরার সাধ হলো, মৃতের সাথে থাকার
সারাদিন মরে মরে, দেখা চাঁদ সুন্দরী
রাতের জোছনা ধারায় কবিতা পেলো।
সাদা সফেদ শরীরে আতরের আলিঙ্গন,
আত্মার অস্তিত্ব খুঁজে নিতো!আজ আত্মার অভয়ারণ্যে
ঘুরে দেখা হলো তার। মহাকাল একশত বছরে
মানুষের পাপ মুহূর্তের কথাই ভাবেঃ
পৃথিবীতে নেমে আসে তমসার দিনে।
আমাদের সপ্ন সাধ মৃত্যুর মিছিলেঃ
মৃতের সৎকারে, মৃত্যু সে-তো শিশু!
আপন আলয়ে পরে থাকে; তার আছে কে?
পূর্ন! পাপ! শিথিল মানুষের অধিকার
মহামারী অভিমানী যুদ্ধ যুগে খোঁজে সময় তাঁহার।

Facebook Comments

Posted in: April 2020, Poetry

Tagged as: , ,

Leave a Reply