শাফিনূর শাফিন-র কবিতা

প্রার্থনার মুহূর্তে

মা খুব খুশী হয় প্রার্থনা করতে বসলে, বাবাও!
এক্যুরিয়ামের গোল্ডফিশ টিভি দেখতে থাকে
টিভিতে চলছে আজান আর তার নিচে মৃত
আর আক্রান্তের সংখ্যার আর্তনাদ।
বিকেলে রোদ শুকায়।
লিফটের লেখা মনে পড়ে,
“হে পরম করুণাময়,
আমাদের রোগ এবং উন্মাদ হতে রক্ষা করুন!”
প্রার্থনা করতে গিয়ে বুঝে পাই না,
কে উন্মাদ নয়! ….

জ্বরের ঘোর

যতোবার আমরা এক পা পিছিয়েছি
আমাদের বাম পা সামনেই ছিল
পথ কতরকমভাবে বেঁকে যায়
কত তার জন্মের ইতিহাস
জন্ম-উত্তর গল্পগুলো সব
সেই মুখে মধু দেয়া
বা লবণ দিয়ে
মেরে ফেলার হয়ে থাকে
শিশুগন্ধে ভরপুর সমাধিতে
কেউ কেউ সাদা শরীরে
এসেছিল বেলপাতা
আর ধূপকাঠির ঘ্রাণ মেখে

Facebook Comments

Posted in: April 2020, Poetry

Tagged as: , ,

2 thoughts on “শাফিনূর শাফিন-র কবিতা Leave a comment

Leave a Reply