শুভজিৎ গাঙ্গুলি-র কবিতা
চলো চিত্র – ১
এবারে পাখি উৎপাদন বেড়ে গেল
আকাশ চরা দূর অন্তের পাখি
মগজে ফুরিয়ে যাচ্ছে ওড়া
কল তলা ডাকছে
ডাক জুড়ে জুড়ে জ্যোৎস্না
গান ধরে ধরে গুল্ম হচ্ছে সেগুন চত্বর
চলো চিত্র – ২
সন্ধ্যে নিয়ে যায় যুবতীরা
দিঘি ধরে হাঁক-নাম বাঁক-নাম
শাড়ির থিসিস কাঁপছে
রেনবো রানওয়ে ধরে
নাভির নিখোঁজ, এক ইরোটিক লাফ
চিয়ার্স বলতে শুনি, সারেগামা জোনাকি
Facebook Comments
Posted in: April 2020, Poetry