শীলা বিশ্বাস-র কবিতা

ধুয়ে ফেলছি

ডোমেও ছোঁবে না তোর দেহ
পোকারা সর্বত্রগামী
ফেনা ফেনা মৃত্যু ভয়
জলজ বুদবুদ ফেটে যায় মস্তিষ্কে
ধুয়ে ফেলছি জীবন, ভুল যাপন
অথচ হাত ?

পোকা

অজস্র পোকা আমার কবিতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে
আমি নখ দিয়ে টিপে উকুনের মত মারতে চাইছি
ওরা পিছলে উড়ে পড়ছে আরেকটি কবিতার উপর
ক্রমে পোকারা বৃহদাকার হচ্ছে
পৃথিবী নামক কবিতাটি গিলে নিতে উদ্যত ওরা
তখনই কেউ মুখোস আর সাবানজল ছড়িয়ে দিচ্ছে মহাকাশ থেকে

একটি অঘোষিত যুদ্ধ

আমার যোনি স্তন সব সাজিয়ে দিলাম
ফাঁক করে ঊরু শুয়ে পড়লাম নিরাবরণ
অথচ তুমি নির্বিকার
কনডোম সাজিয়ে রেখেছি
যেন মটন বিরিয়ানীর পাশে চিকেন ভর্তা
অথচ তোমার কিছুই নেওয়ার বা দেওয়ার নেই
একটি অঘোষিত যুদ্ধ মন্টোর ঠাণ্ডা গোস্তের মতো
আমাদের ঠান্ডা করে দিয়েছে
অপরাধী ভুলে গেছে অপরাধ
ধর্ষক ভুলে গেছে শ্লীলতাহানি
গৃহী ভুলে গেছে সেক্স

Facebook Comments

Posted in: April 2020, Poetry

Tagged as: , ,

2 thoughts on “শীলা বিশ্বাস-র কবিতা Leave a comment

  1. সময় ধারণ করেছ। আমরা ঘড়ি হয়ে গেছি সব। আমাদের কাঁটায় দম দিচ্ছে অদৃশ্য শত্রু।

Leave a Reply