হোম | একটি স্বল্প-দৈর্ঘ্যের চলচ্চিত্র : পরিচালক সৈকত দেবনাথ
ছবি: Home (বাড়ি)
পরিচালক: সৈকত দেবনাথ
ছবি সম্পর্কে পরিচালকের বক্তব্য:
‘হোম’ (বাড়ি), এই ছবিতে একজন নামহীন ব্যক্তির দুঃখকষ্টের মাধ্যমে বিশ্বযুদ্ধকালীন সময়ে মানুষের যন্ত্রণার কথা বলা হয়েছে। কেবলমাত্র অতীত নয় এই ছবি সমকালীন সঙ্কটের কথাও তুলে ধরে। ছবির একটি দৃশ্যে একজন ব্যক্তিকে রান্নার জন্য সব্জী কাটতে দেখা যায়, তার বন্ধুরা সে’কারণে তাকে ঠাট্টা করছিল—এর মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজের প্রতিও এই ছবি মন্তব্য রেখে যায়। অতীতের কোন ঘটনার ভবিষ্যৎ প্রাসঙ্গিকতা সম্পর্কে দর্শককে সচেতন করতে এই ছবিতে রঙীন ও শাদাকালো—এই দুই দৃশ্য বিন্যাস দেখতে পাওয়া যায়। এই ছবি নীরবতা ও বিশৃঙ্খলার দ্বন্দ্ব তুলে ধরে। বর্তমান অতিমারী পরিস্থিতিতে পরিচালক কেবলমাত্র নিজের স্মার্টফোন ব্যবহার করে এই ছবি নির্মাণ করেছেন। দর্শক এই ছবি দেখে তার নিজস্ব ব্যাখ্যায় পৌঁছবেন।
Posted in: April 2020, Cover Story
Valo legeche.