রোমেল রহমান-র কবিতা

বিষাদগন্ধা

জিহ্বায় মৃত্যু নিয়ে বসে আছি
বহুদিন হয়ে গেছে মৃত্যুর পায়চারী শুনে ভয়ানক ক্লান্ত
এই গৃহবাস মুমূর্ষু দীর্ঘশ্বাস যেন
বাইরে তুমুল চাঁদ অথচ কোথাও কেউ নেই
দিকে দিকে হুইসেল লেফট রাইট বুটজুতো ঘর্ঘর চাকা
মনে হয় বারবারা চাঁদ শিকারের নামে নেমে যাই অলিগলি পথে
চিৎকার ছুঁড়ে দিয়ে মদিরার বোতল ওড়াই
কোথাও কারোর দেখা নেই
দুনিয়ায় আমি যেন একলা আদম
শহর এতোটা বেশি স্বার্থপর মনে হয় গ্রামে ফিরে যাই
উদলা উঠোনে বসে একা একা বাজনা বাজাই
তবু এই ঘরে ঘরে থরে থরে বন্দি থাকার থেকে ভালো
শিরায় শিরায় হাহাকার ক্লান্তি ঝিমুনি বিষাদ তোলপাড়
তবু কেউ নেই
কার সাথে কোথাও সাঁতার দেবো নেই কেউ কাছে
সবাই জীবন কোলে করে বসে আছে
বাঁচার পিপাসা নিয়ে হতাশার তুমুল সাগর কিনারায়

সন্ধ্যা ক্রমশ নেমে এলে আমার কেবল মনে হয়
দুনিয়ায় আমি এক একালা আদম

যে জীবন ভালোবেসে বেঁচে আছি আমরা দুজন
সেই জীবনের মতো ক্রন্দন দিকে দিকে আজ
বিকেল সন্ধ্যা হল রাত হল সকাল তবুও
মৃত্যুর গুঞ্জন শেষ হল না তো
যেন পৃথিবীতে আজ শোকের দীর্ঘ উৎসব
মৃত্যুর আহাজারি সঙ্গীত আজ
কাফন জড়ানো ঠোঁটে বিদায়ের শেষ চুমু নিষিদ্ধ হলে জানা গেলো
আমাদের সব সফলতা করুণ কুঁকড়ে আসা শুধু
তোমাকে উড়িয়ে দিয়ে আকাশের দিকে আমি চেয়ে আছি
মৃত্যুর গভীর খাদে

জানি পৃথিবীর এই ব্যাধি শেষ হবে
শেষ হলে আমাদের গল্পের উপর নতুন গল্পের ঠোঁটে ঠোঁট জমে
মাতাল পঙ্খিরাজে উবে যাবে কর্পূরঘ্রাণ

বন্দি পাখিরা সারাদিন আকাশ আকাশ করে চিৎকার দেয়
স্মৃতির আসমান ভরসা যখন
কার কানে বলা যেতে পারে একদিন আমাদের ডানা ছিল আকাশ ছোঁবার
এখন ভীষণ ক্লান্তি আর শিকলে আটকে পরা
দেশ খুঁজে ফেরা মুসাফির আমাদের বলে গেছে একদিন পাখি হবে মানুষের নাম
তারপর পৃথিবীটা দেশ হবে সকল ডানার

এই মৃতদিন শেষ হলে জীবন আবার হবে গেলাসে গেলাসে নানারঙ
হুল্লোড়ে ভরে যাবে মধুর মোকাম
মানুষ নামবে পথে হাতে হাত রেখে দীর্ঘ ব্যথার উপশমে
সমস্ত রাত নেশা করে কাটাবো দুজন
তখন কি মনে হবে জ্যান্ত সবাই নূহের নৌকা থেকে ক্লান্তি নিয়ে নেমেছি জমিনে
যে জীবন ভালোবেসে বসে আছি সবাই এখন
সেই জীবনের বুকে শঙ্কিত এইসব দিন
‘বেঁচে আছি কয়েকটা মুহূর্ত আর’ এইকথা ভেবে
একটু সবুজ পেলে মনে হয় জল দেই গোড়াতে এখন
একটু আকাশ পেলে মনে হয় ডানা মেলে দেই
একটু জলের দেখা পেলে ভাবি কোথায় এখন তুমি আছো

আমাদের আরও কিছু সুন্দর দিন সামনেই আছে
শান দাও
তুমুল ধারালো হয়ে আসবো আমিও


হাঁসপাতালের আঙিনায় কোথাও গন্ধরাজ পাঁপড়ি মেলেছে এই চৈত্রের রাতে
করিডোর থেকে আমরা জেনেছি যারা মরে গেলো আজ তাদের সবাই গন্ধরাজের ফুল হবে
করিডোরে বেঁচে থাকা হৃদয়গুচ্ছে আগামীর প্রতিচৈত্র ডুকরে কাঁদবে গন্ধরাজের ঘ্রাণ হয়ে

Facebook Comments

Posted in: April 2020, Poetry

Tagged as: , ,

Leave a Reply