রথীন বণিক-র কবিতা
মিরর কার্প
যার কথা তার কবে
খোয়ানো
অভাব করে
খাওয়া একশো
মায়ে
সমান
অংশ
এবং গে
ওঠে
রাত থাকতে
কুপোকাত প্রপঞ্চ
আনএডিটেড এগালিনী
দিগগজ কেলিয়ে থাকা
ভেভিড় মিত বাড়া
আয়নিত
না কশ
দূর পালে
চুলকাবে
কেকতম
খেয়েমুখে
হন্তার ফোন ডট ডট
ইবাদত
ওম নিভিয়ে
সেই সকল
বিটপ
আওবাদি হামলায়
তারপর বোনায়
জায়গির
ইহ
সব ভোঁতা রাত্রিরে
বড়
জেরুজালেম হয়
ডাইনে বাইনে তালিম
টপ
টপ
ফোঁটা বে সিদূর
মেঘেরান
অ্যাপোস টফি এসে
হয় তুমি রিরিংসা তুলে দাও
নয়তো আমার ব্যগ্র পরাণ
Facebook Comments
Posted in: April 2020, Poetry
ছক ভাঙার সাহস আছে
অন্য প্রয়াস… একদিন অনন্য হোক।
একটু অন্যরকম। পাঠের ভেতর রাখলাম। ধন্যবাদ।
E kobitar sorirti sanghatik,tarpore eseche monon setio valo!
ভাল লাগল। তবে ক্যানভাসে আরেকটু রং চড়লে হয়তো আরো…। যাই হোক, একেবারেই নিজস্ব মতামত।