লকডাউনের মিউজিক্যাল দিনলিপি : পৃথা চট্টোপাধ্যায়
পৃথা চট্টোপাধ্যায় একটি কলেজে পড়ান। লেখালেখি করেন ইংরেজি সাহিত্য, চলচ্চিত্র শিল্প এবং মানবীবিদ্যা বিষয়ে। এছাড়াও তিনি একজন সঙ্গীতশিল্পী। বর্তমানে অল ইন্ডিয়া রেডিও এবং কলকাতা দূরদর্শনের সঙ্গে যুক্ত। মানবীবিদ্যা ও চলচ্চিত্র প্রসঙ্গে পৃথার দুটি মৌলিক গ্রন্থ এবং রবীন্দ্র সংগীতের দুটি কমপ্যাক্ট ডিস্ক প্রকাশিত হয়েছে। আমরা পৃথাকে অনুরোধ করেছিলাম লকডাউনের দিনে ভাবনা, গান নিয়ে একটা ভিডিও দিনলিপি পাঠাতে। আসুন শোনা যাক পৃথার গান, কথা …
Facebook Comments
Posted in: April 2020, Cover Story