প্রীতম বসাক-র কবিতা
হতাশা
তার জন্য সাদা বিভ্রম । মাঠে মাঠে নেশাগাছ । নিজেকে খরচের জন্য কারো বাড়ি যাবো ভাবি। পথে কুড়িয়ে নিই কুকুরের দাঁত। বাঘের রোমহর্ষক। কবিতার মন্ত্রপূত সেলাই। কিন্তু কোথাও বন্ধু জমে নেই । কোথায় যেন খালে পড়ে গেছে মেঘ । শুনে জলফড়িং নিভে যায় । নেশা হারানোর চিঠি নিয়ে আমি হতাশার গায়ে ঠেস দি। ঘুমের ওঁ ডাকি ।
অবান্তর
আজকাল শৃগালের ক্ষোভে জাগি ও জেগেই থাকি । আঙুরের ক্ষেত এড়িয়ে সম্ভাবনাদের বাড়ি যাই । ঘর বন্ধ দেখে ফিরে আসি। শুকনো দেশ আমার আঙুল ধরে।ঠাকুরপুকুর অবধি গেলে ক্যানসারের বিছানায় সমুদ্রকে শুয়ে থাকতে দেখা যায়। আমি ওর ভাত মেরে দিতে পারি। বশীকরণ মন্ত্রে শুকিয়ে দিতে পারি স্তনের পার্টি অফিস। তখন চাঁদের গায়ে ঢেলে দেওয়া যায় কিছু কম দামি মেঘ। কিছু খুশখুশে বৃষ্টি।
Posted in: April 2020, Poetry