প্রবালকুমার বসু-র কবিতা

এইভাবে চায়?

আমাকে ছুঁয়ো না, কতবার বলেছি আমি, সেই
বাসি মড়ার মত ছুঁয়ে তবু থাকবে আমাকেই

আমাকে ছুঁয়ো না, কতবার বলেছি ছুঁলে ভরে উঠবে বিষে
এক পক্ষে অধর্মে, আর অন্য পক্ষে পরিস্থিতির নিরিখে

শোনেনি চেয়েছ সেই ছুঁয়ে থাকতে, চেয়েছ সেই বিষ
যেন সংস্পর্শে এলে পেয়ে যাবে একা একা বাঁচার হদিশ

যেইভাবে ডাকে মেঘ, ছোঁয়া পেয়ে বিদ্যুৎ চমকায়
একান্তে দিনের শেষে বল কেউ এইভাবে চায়?

আজ সারাদিন

আজ সারাদিন আমি ভেবে ভেবে তোমাকে কাটাব
অনেক দূরের থেকে ভেসে আসবে ট্রেনের আওয়াজ
আজ সারাদিন আমি পরিকল্পনা করে কাটাব পাহাড়ে যাবার
আজ সারাদিন আমি তোমাকে জড়িয়ে শুয়ে পড়ে থাকব অচেনা সমুদ্র সৈকতে
আজ সারাদিন আমি কাটাব তোমার সঙ্গে জলপ্রপাতে
আজ সারাদিন শুধু তোমার ঠোঁটের উপর ফেলে রাখব আমার দুঠোঁট
ভাঙা কার্ণিশে যেমন অনবধানে পড়ে থাকে দুপুরের রোদ
আজ সারাদিন আমি ভেঙে ভেঙে তোমাকে বোঝাব
প্রতিটি সম্পর্ক থেকে বারবার কেন আমি হয়েছি নিখোঁজ
আজ সারাদিন এক বৃষ্টি ভেজা হাওয়ার মত
তোমার চিবুক ছুঁয়ে বয়ে যাব পাশের বাড়িতে
যেখানে নুপুর সেন স্নানের আগে ফুলের মতন ওঠে ফুটে
আজ সারাদিন আর কিছুই করব না শুধু তোমাতে আমাতে
মুখোমুখি চেয়ে থাকব, একটু দূরত্ব রেখে, আর ভাবব
এমন সুযোগ বল জীবনে আর ক’দিনই বা আসে

Facebook Comments

Leave a Reply