নীলাব্জ চক্রবর্তী-র কবিতা
একজন বহিরাগত
এমন শিথিল দিনে
আয়না অবধি
এই যারা গান হয়ে সংখ্যা হয়ে
কেন যে ধাতুর নাম
পেয়ে বসে
ভাষাটির মতো দূরে থাকা
ওই মেয়ে রেখে আসে মাছেদের ঘুম
নিয়ন্ত্রণ
সালোক-সংশ্লেষ
এইসব রেডিও তোমার
দ্যাখে
ঠিক আমারই মাপের এক ছায়া
হাঁটতে হাঁটতে
অন্য কারো কবিতায় ঢুকে পড়ছে…
আমি তোমার অনুবাদ
রাত ফেলে
কমলা অভ্যাসের দিকে
চলে গেছে কেউ কেউ রঙ
যতদূর চোখের বরফ
ভাষা দিয়ে এইভাবে গুণ করে রাখা
ক্রমে উত্থান হয়
আর
আমি তোমার অনুবাদ হয়ে
কাঁচ ভেবে
ফসলের কিছু ঘুমে
প্রত্যন্ত জিভ রেখে আসি…
Facebook Comments
Related posts:
Posted in: April 2020, Poetry