চৈতালী চট্টোপাধ্যায়-র কবিতা
ট্রমা
আকাশ ঘুরপথে নেমে এসে রাস্তায়
ভয় ও আতঙ্ক বিছিয়েছে।
তুমি কি বন্ধু আমার?
তবে কেন গায়ের গন্ধও নিতে পারছি না?
চৌকাঠ পেরোলে দেখি পথও ফুরিয়ে গেছে!
কিছু কথা মাটি খুঁড়ে রেখে দিয়ে গেলে,
কিছু প্রণয়ের গোপনতা ভাঁজ করে ভাতের হাঁড়িতে ঢেকে রেখে দিয়ে গেলে,
মনে হয়,
থেকে যাবে…
আকাশ আরেকটু নেমে এলে
দমচাপা হয়ে আমরা ঠিক মরে যাব
Facebook Comments
Posted in: April 2020, Poetry