চন্দন বাঙ্গাল-র কবিতা
সবুজ অথবা ঈষৎ বাদামী কিছু কথাবার্তা
আমাকে অপেক্ষায় রেখো
যেভাবে কৃষক থাকে বীজের কাছে,
প্রেমিক টিকে যায় নিজের কাছে।
এর মাঝে, ঋণ নামের এক পানকৌড়ি
ছুঁয়ে ফেলে
চুরমার করে
আমাদের রাতের গভীর আকাশ
আর একটি একতারা খুঁজে নেয় হাঁটাপথ, মৃদু গান
যে পথের একটু গায়ে জেগে উঠেছে মরুদ্যান
আমি তার আরাধনা জানি।
গৃহস্থ
তবুও লিখছি দেখো ঢেউ
কথায়, সুরে তোমার কীর্তন।
উড়ে গেছে আমাদের মাদল করতাল।
তবুও ভাবছি দেখো আটচালা, চণ্ডীমণ্ডপ।
কেউ আসবে বলে কথা ছিলো
পলাশ, শিমূলের মতো লাজুক অথবা স্পর্ধায়
আমরা এতোদিনে, দিনে দিনে
তার জন্য সাজিয়ে রেখেছি গরুপথ
দুলকি চাল
আর
পবিত্র গাঙ্গেয় ভূমি
অথচ, তোমাদের ঠোঁটের ব্রণ,
বারবার ফিরিয়ে দিচ্ছে শঙ্খ…
Facebook Comments
Posted in: April 2020, Poetry